রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ ও ITN-BUET এর যৌথ উদ্যোগে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত “ORIENTATION WORKSHOP AND EXPOSURE VISIT ON FAECAL SLUDGE MANAGEMENT: A SOLUTION TO SANITATION PROBLEMS IN CITIES” শীর্ষক পাঁচদিন ব্যাপী কর্মশালা ও একদিনের EXPOSURE VISIT অনুষ্ঠিত হয়। ৫ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মোঃ জাহাঙ্গীর আলম। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালার ওরিয়েন্টেশন প্রোগ্রামে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান (রিপন), প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও পুরকৌশল বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি এরূপ কর্মশালা ও সাইট ভিজিটের মাধ্যমে তাদের ব্যবহারিক জ্ঞান অর্জনের উপর গুরুত্ত্বারোপ করেন। মাননীয় উপাচার্য উনার বক্তব্যে- শিক্ষার্থীদেরকে কর্মশালা হতে অর্জিত জ্ঞান প্রয়োগ করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার জন্য অনুপ্রাণিত করেন। তিনি শিক্ষার্থীদেরকে উন্নত বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় বিদ্যমান সমস্যা সমূহ সমাধানের প্রচেষ্টায় বিভাগীয় শিক্ষকদের সাহায্য নিয়ে গবেষণা কাজে নিয়োজিত হওয়ার জন্য উৎসাহ দেন এবং গবেষণাসমূহ পরিকল্পনা ও বাস্তবায়নের নিমিত্তে বিশ্ববিদ্যালয় হতে প্রয়োজনীয় সার্বিক সাহায্য ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
পাঁচদিন ব্যাপী কর্মশালায় পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষ (২০১৯ সিরিজ)-এর ১২৬ জন ছেলে শিক্ষার্থী ও ৩৭ জন মেয়ে শিক্ষার্থী পৃথক ৫ টি ব্যাচে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। প্রতিদিন ৫ টি সেশনে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা FAECAL SLUDGE MANAGEMENT এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হন। সেশনসমূহে পুরকৌশল বিভাগের সম্পর্কিত বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক, ITN-BUET হতে আগত প্রতিনিধি সহ জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের বিশেষজ্ঞ প্রকৌশলী লেকচার প্রদান করেন। আলোচকগণ ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে FAECAL SLUDGE MANAGEMENT এর গুরুত্ব ও প্রক্রিয়া শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। কর্মশালার শেষ দিন ১০ই মে, ২০২৪ এক অনাড়ম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও কর্মশালার কিটস তুলে দেওয়া হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পুরকৌশল বিভাগের শিক্ষকমন্ডলী সহ জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, চাঁপাই নবাবগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে ১৬ই মে, ২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার চাঁপাই নবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত FAECAL SLUDGE TREATMENT PLANT (FSTP)-এ EXPOSURE VISIT সম্পন্ন করে। FSTP পরিদর্শনকালে অংশগ্রহণকারীরা প্লান্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও কর্মশালালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগের সাথে পরিচিত হন। প্লান্টের কর্মী সহ জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্লান্টের বিভিন্ন অংশের কার্যপ্রণালী ব্যাখ্যা করেন ও উৎসাহী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কর্মশালা ও সাইট ভিজিটিং এর মাধ্যমে লব্ধ তাত্ত্বিক জ্ঞান ও তার বাস্তবিক প্রয়োগ দেখার মাধ্যমে অর্জিত শিক্ষার গুরুত্ব অনুধাবন করে। শিক্ষার্থীরা এই কর্মশালা আয়োজনের জন্য পুরকৌশল বিভাগ, রুয়েট ও ITN-BUET এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং একই সাথে এরকম শিখন পদ্ধতির আরও সম্প্রসারণ করার জন্য বিভাগ ও আয়োজনকারী সংস্থার প্রতি আহ্বান জানায়।